আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আপনাকে স্বাগতম
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলাদেশের প্রবেশদ্বার কর্ণফুলী নদীর দক্ষিণে বঙ্গোপসাগরের উর্মিমালায় স্নাত আনোয়ারা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় একটি শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান। আবহমান বাংলার রূপ-বৈচিত্র, নদ-নদী, পাহাড়-সাগর আর মাঝিমাল্লার দেশে জীবন ও জীবিকায়, সাহিত্য-সংস্কৃতির বিকাশ ও চর্চার এক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে এ জনপদে। প্রতিথযশা সাহিত্যিক, শিক্ষাবিদ, গবেষক ও লেখক মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদ এ প্রতিষ্ঠানের প্রথম প্রধান শিক্ষক ছিলেন ভাবতেই শিহরিত অ পুলকিত হই। এরূপ একটি শতবর্ষী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অনেক ঘাত- প্রতিঘাত পেরিয়ে বিগত ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। সরকারি করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
আনোয়ারাবাসী তথা দক্ষিণ চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুশিক্ষিত করে আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে ১৯১৪ সালে এক শুভক্ষণে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি যারা বিদ্যালয়ের জন্য জমি, অর্থ, মেধা,শ্রম এবং পরামর্শ ও নির্দেশনা দিয়ে এসেছেন তাদের সকলের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আমার পূর্বসূরি প্রধান শিক্ষকগণসহ শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানাই কারণ তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে এ প্রতিষ্ঠানটি সফলতার সাথে শতবর্ষ পেরিয়ে আসতে সক্ষম হয়েছে। এ প্রতিষ্ঠান আজ কালের সাক্ষী, স্বমহিমায় ভাস্বর।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলীতেও সমান পারদর্শী। বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২০০৫ সালের এস এস সি পরীক্ষায় ১৭৬ জন অংশগ্রহণ করে ১৭৩ জন পাশ করার পাশাপাশি ৫০ জন শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়ার গৌরব অর্জন করে। ব্যবসায় শিক্ষা হতে এ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী তাজনীন মেহেজাবীন চৌধুরী চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১ম স্থান অর্জনকরে ইতিহাসের পাতায় স্থান করে নেয়। একিই বিভাগের অপর শিক্ষার্থী নওরিন তাসমিম ১২ তম স্থান অধিকার করে আমাদেরকে গৌরবান্বিত করে। সাফল্যের এ ধারা অব্যাহত থাকুক –মহান আল্লাহর দরবারে এ কামনা করি।
নাসির উদ্দিন
প্রধান শিক্ষক
আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়
আনোয়ারা, চট্টগ্রাম।